বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

নতুন রাজনৈতিক দল ‘গণ অধিকার পরিষদ’ নিয়ে যা বলছেন নেটিজেনরা

শাহেদ নুর | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ৭:১১ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। নাম ‘গণ অধিকার পরিষদ’।

মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর পুরানা পল্টনে দলটির কার্যালয়ে এ নাম ঘোষণা করেন নুরুল হক নুর। এর স্লোগান হচ্ছে ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’। দলের আহ্বায়ক করা হয়েছে সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়াকে।

গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ; এই চারটি মূলনীতির ওপর ভিত্তি করে রাজনৈতিক কাজ পরিচালিত হবে দলটির। অনুষ্ঠানে দলের মূলনীতি, উদ্দেশ্য এবং ২১ দফা পড়ে শুনান সংগঠনটির আরেক নেতা রাশেদ খান।

ব্যক্তিগত ও দলীয়ভাবে নতুন এই দলটিকে অভিনন্দন জানিয়েছেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীক। তিনি ফেসবুকে লিখেছেন, ‘নতুন রাজনৈতিক দল ‘গণ অধিকার পরিষদ’-এর আত্মপ্রকাশের শুভলগ্নে নতুন দলের সর্বস্থরের নেতা-কর্মীদের প্রতি অভিনন্দন , শুভেচ্ছা ও দোয়া। নতুন দলকে স্বাগত জানাই।’

সাংবাদিক আরেফিন শাকিল লিখেছেন, ‘ক্ষমতায় যাওয়ার স্বপ্নে নগরে নতুন!’

অভিনন্দন জানিয়ে এসকে সোহেল খান লিখেছেন, ‘কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে একদল তরুণের আগমন... দেশকে বৈষম্যমুক্ত, নিরাপদ ও এগিয়ে নিতে যাদের একাগ্রতা, একমাত্র তরুণদের হাত ধরেই আসে মুক্তি..!! শুভেচ্ছা এবং অভিনন্দন রইলো... গণমানুষের অধিকার আদায়ে গণ অধিকার পরিষদ এগিয়ে যাক এই কামনা..!’

শাকিল হাসান মনে করেন, ‘আমাদের সাধারণ মানুষের অধিকার আদায় করার জন্য এইরকম দলের খুবই প্রয়োজন।’

শুভ কামনা জানিয়ে মোঃ জাকির হোসাইন লিখেছেন, ‘শুভ কামনা রইলো। গতানুগতিক রাজনৈতিক ধারার বাইরে এসে মানুষের মৌলিক অধিকার আদায়ের রাজনীতি করবেন এই আশাবাদ রাখছি।’

শুভেচ্ছা জানিয়ে নীরা হক লিখেছেন, ‘শুভেচ্ছা এবং অন্তরের গভীর থেকে ভালোবাসা জ্ঞাপন করছি গণ অধিকার পরিষদের নুরু ভাইকে এবং রেজা কিবরিয়াকে। এগিয়ে যান গতিময় উদ্দীপনা নিয়ে.... বাংলার জনগণ আপনাদের অপেক্ষায়! ভালো কিছু করুন আমাদের জন্য... অভিনন্দন।’

শুভ্র শাহার আশাবাদ, ‘সময়ই বলে দেবে, তারা কি গতানুগতিক রাজনৈতিক দল হবে নাকি সত্যি সত্যি গণ মানুষের দল হবে। তবে তাদের অতীত রেকর্ড ভালো মানে কোটা বিরোধী আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি। আমরা ভালো কিছুর প্রত্যাশা করছি।’

উল্লেখ্য, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে দলটির নেতাদের উত্থান ঘটে। এসময় তারা গড়ে তুলেন বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠন। এরপর বিভিন্ন দাবিতে আন্দোলন সংগ্রাম করে দলটির নেতারা। গতবছর নতুন রাজনৈতিক দল করার ঘোষণা দেন নুরুল হক নুর। গঠন করেন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদসহ বেশ কয়েকটি অঙ্গ সংগঠন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Alamin Hossain ২৫ নভেম্বর, ২০২১, ৯:০৬ পিএম says : 0
Ami ei doler akjon member hote cai ...bagatipara Natore ..
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন