শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মতলব উত্তরের ১৪ ইউপি নির্বাচনে নৌকা পেলেন যারা

মতলব(চাঁদপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০২১, ৭:৩৪ পিএম

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ভোটগ্রহণ আগামী ২৮ নভেম্বর। জেলার ৮টি উপজেলার মধ্যে দুইটি উপজেলার ১৮টি ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।
মতলব উত্তরের ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে চুড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
মতলব উত্তর উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা হলেন- ষাটনল ইউনিয়নের একেএম শরীফ উল্লাহ সরকার, বাগানবাড়ি ইউনিয়নে মো. নান্নু মিয়া, সাদুল্লাপুর ইউনিয়ন লোকমান আহমেদ, দূর্গাপুর ইউনিয়নে মো. মোকাররম হোসেন ওপেল, কলাকান্দা ইউনিয়নে মো. গোলাম কাদির, মোহনপুর ইউনিয়নে শামসুল হক চৌধুরী, এখলাছপুর ইউনিয়নে আইনজীবি মোহাম্মদ জসিম উদ্দিন, জহিরাবাদ ইউনিয়নে আইনজীবি মনোয়ারুল ইসলাম, ফতেপুর পূর্ব ইউনিয়নে আজমল হোসেন চৌধুরী, ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদে নূর মোহাম্মদ, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদে মোহাম্মদ রেজাউল করীম, ইসলামাবাদ ইউনিয়ন পরিষদে মো. শাখাওয়াত হোসেন মুকুল, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদে হাবিবা ইসলাম সিফাত, গজরা ইউনিয়ন পরিষদে মো. শহীদ উল্লা।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা যাবে ২ নভেম্বর পর্যন্ত। প্রার্থীতা যাচাই-বাছাই ৪ নভেম্বর ও প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
সাইদুল ইসলাম ১২ নভেম্বর, ২০২১, ৯:২৪ পিএম says : 0
নৌকায় ভোট দিতে সকল আওয়ামীলীগ র্কমী কে নৌকা ছাড়া কোন কতা হবে না,দলের বিরুদ্ধে যে যাবে তাকে দলথেকে বাহির করে দিতে হবে সে যে হক, এটা আমার প্রত্যাশা,দলে হাি কমানদের প্রতি, জয় বাংলা জয় বঙ্গবন্ধু।????????????????????????????????????????????????????????????????????????????????
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন