শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

গুচ্ছ ভর্তির মানবিক বিভাগের ফল প্রকাশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০২১, ১২:০০ এএম

গুচ্ছ পদ্ধতিতে দেশের ২০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বোচ্চ ৯৩ দশমিক ৭৫ নম্বর এসেছে বলে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভিসিদের নিয়ে গঠিত কোর কমিটির আহŸায়ক এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ জানান। গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ওয়েবসাইট (https://gstadmission.ac.bd/) থেকে শিক্ষার্থীরা তাদের আবেদনের আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল দেখতে পারবেন। এক ঘণ্টার ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষার ফলাফলে কোনো মেধা তালিকা প্রকাশ করা হয়নি। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের শর্ত পূরণসাপেক্ষে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি করবে। মানবিক বিভাগে ভর্তিতে ৬৭ হাজার ১১৭ জন আবেদনকারীর মধ্যে ৯৪ দশমিক ৩৬ শতাংশ ভর্তিচ্ছু গত রোববার সারা দেশের ২২টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। ১ নভেম্বর বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা হবে। এর জন্য ৫৮ হাজার ৬৩২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। গুচ্ছভুক্ত এসব বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ মিলিয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে সব মিলিয়ে ৩ লাখ ৬১ হাজার ৪০৬ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেন। এর মধ্যে বাণিজ্যের ৫৮ হাজার ৬৩২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন