স্টাফ রিপোর্টর : আগামীকাল শনিবার হতে পটুয়াখালী জেলাধীন ঐতিহ্যবাহী দা’ওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফে ৩দিন ব্যাপী ৭৬তম বার্ষিক ঈসালে ছাওয়াব মাহফিল ও সুন্নী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। ১৩ হতে ১৫ ফেব্রুয়ারির উক্ত মাহফিলের প্রধান অতিথি আমিরে দা’ওয়াতুল ইসলাম, বদরপুরের আলা হযরত পীর সাহেব কেবলা আল্লামা মুফতি শাহ্ সাঈয়্যেদ মু’তাসিম বিল্লাহ্ রব্বানী ৩দিন বাদ মাগরিব তা’লিম প্রদান, বয়ান এবং আখেরি মুনাজাত করবেন। বিশেষ অতিথি ও মাহফিল পরিচালনায় থাকবেন, মেঝ পীর ছাহেব কেবলা শাহ্ সাহেব হুজুর, সেঝ পীর ছাহেব কেবলা নওয়া হুজুর ও ছোট হুজুর পীর কেবলাগণ। উপস্থিত থাকবেন সারাদেশের বহু পীর মাশায়েখ, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও দেশ বরেণ্য ওলামায়ে কেরামগণ। জাতি ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে এ মহতি অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন