স্টাফ রিপোর্টার : গণমাধ্যমে কৃষি বিষয়ে ব্যাপক প্রচারণার ফলে দেশ যেমন কৃষি বিপ্লব ঘটেছে, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে; তেমনি স্বাস্থ্যবিষয়ক প্রচারণা চালিয়ে স্বাস্থ্য সেবার ব্যাপক পরিবর্তন ঘটানোর কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।
গতকাল শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিল্টন হলে বিশ্ব এনেসথেসিয়া দিবস-২০১৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ এনেসথিওলজিস্ট সোসাইটি’র সভাপতি ডা. মাকসুদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কামরুল ইসলাম খান, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রফেসর ডা. আবুল কালাম আজাদ, বিএসএমএমইউ’র প্রো-ভিসি (শিক্ষা) প্রফেসর ডা. মো. জাকারিয়া স্বপন ও প্রফেসর ডা. শহীদুল্লাহ শিকদার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডা. মাহমুদুল হাসান, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের সভাপতি ডা. মোহাম্মদ শহীদুল্লাহ, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ প্রমুখ।
আলোচনা সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরো বলেন, দেশে উন্নয়ন করতে গেলে সুস্থ মানবসম্পদ দরকার। সার্জারির আগে ও পরের পর্যবেক্ষণ রোগীর জন্য গুরুত্বপূর্ণ। ‘আইসিইউ’ যেমন একজন রোগীর জীবন রক্ষা করতে পারে তেমনি একজনকে আর্থিকভাবে সর্বশান্তও করতে পারে। তিনি বলেন, অনেক সময় দেখা যায় রোগের চেয়ে অবহেলায় রোগী মারা যায় বেশি। এ ক্ষেত্রে চিকিৎসকদের জনগণের আস্থা অর্জন করতে হবে। শুধুমাত্র বাণিজ্যিক কারণে রোগীকে অতিমাত্রায় ওষুধ বা পরীক্ষা করতে দিলে রোগীর মধ্যে ভীতি তৈরি হয়। সে ক্ষেত্রে চিকিৎসকের সুন্দর আচরণ একজন রোগীর জন্যে অনেক গুরুত্বপূর্ণ। তিনি বলেন, রোগীর প্রতি অবহেলা যত কমবে, রোগীর মৃত্যু তত কমে আসবে এবং চিকিৎকের সুনাম বাড়বে।
ডা. কামরুল ইসলাম খান চিকিৎসা ক্ষেত্রে রোগীদের প্রতি আন্তরিক হওয়ার আহŸান জানিয়ে বলেন, আমরা চিকিৎসা ক্ষেত্রে অনেক এগিয়েছি, তবে আমাদের দেশের সংকটের তুলনায় তা কম। এনেসথিওলজিস্ট বাড়াতে হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়তেই এনেসথেসিয়া কোর্সে আরও শিক্ষার্থী বাড়াতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন