শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০ পেয়েছে সিলেটে আলীম ইন্ডাস্ট্রিজ

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২১, ৪:০৩ পিএম

'বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০' পেয়েছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত সিলেটের স্বনামধন্য কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বেসরকারি উদ্যোগে বাংলাদেশে কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারকদের অগ্রদূত ও কৃষি যান্ত্রিকীকরণে সরকারি প্রচেষ্টার সক্রিয় সহযোগী কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারক শিল্প প্রতিষ্ঠান আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ সম্মতিতে শিল্প মন্ত্রনালয় কর্তৃক আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বেলা সোয়া এগারোটায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রদান করা হয় এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। আলীম ইন্ডাস্ট্রিজের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলীমুছ ছাদাত চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলীমুল এহছান চৌধুরী। পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি, এফবিসিসিআই এর সভাপতি মোঃ জসিম উদ্দিন, শিল্প সচিব জাকিয়া সুলতানা সহ আরো অনেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন