মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শ ব্যক্তি জীবনে বাস্তবায়নের মাধ্যমেই প্রকৃত মিলাদুন্নবী (সা.) উদযাপন সম্ভব। জীবনের সকল ক্ষেত্রে মহানবীর আদর্শ বাস্তবায়নই একমাত্র মুক্তির পথ, প্রিয় নবী মুহাম্মাদ (সা.)কে আন্তরিক ভালোবাসাই হলো ঈমান পরিপূর্ণ হওয়ার অন্যতম শর্ত।
গত ২৬ অক্টোবর মঙ্গলবার ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির উদ্যোগে শাহজালাল জামে মসজিদে শিশু কিশোরদের অংশগ্রহণে মাওলুদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্য সিরাজামমুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টার বার্মিংহামের খতিব,
সাইয়িদ শেখ ফাদী যুবা ইবনে আলী উপরোক্ত কথাগুলো বলেন, আলহাজ্ব মোতাসসিম আলী সিতু মিয়ার সভাপতিত্বে এবং ফুলতলী ইসলামিক সেন্টারের পরিচালক হাফিজ সাব্বির আহমদের পরিচালনায় পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করেণ সেন্টারের শিক্ষক হাফিজ দেলওয়ার হাসান সুমন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির পরিচালক আলহাজ্ব জসিম উদ্দিন, মোজাহিদ খান, গোলাম কিবরিয়া লিটন, রেজাউল হক মুক্তা, শিক্ষক ক্বারি মাহফুজ, শাহ জালাল জামে মসজিদের ইমাম হা. নুরুল ইসলাম, মুয়াজ্জিন ক্বারি আব্দুল কাদির মাওলানা দুলাল নূর, মো. ফয়জুল ইসলাম, মো. দুলাল মিয়া, মুর্শিদ মিয়া প্রমুখ। সেন্টারের ছাত্র নাঈম উদ্দিনের কেরাত পরিবেশন এবং মোহাম্মদ ইসমাইল আদিয়ানুল হকের হাদিস উপস্থাপন অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন