উত্তর : সম্মতি না থাকলে লিখিত টাকা দিতে হয় না। এক্ষেত্রে মোহরে মিছিল দিতে হয়। যেমন, আপনি বা আপনার গার্জিয়ান সম্মতি না দেওয়া সত্বেও জোর করে সামাজিকভাবে তিন লাখ টাকা লেখে দেওয়া হলো, তখন স্ত্রীর ইচ্ছানুযায়ী আপনাকে চলতে হবে। তিনি যদি বলেন, ঠিক আছে, আপনি মনে মনে যত টাকা দেওয়ার নিয়ত করেছিলেন ততই দিন। তাহলে এটি হলো, আপনার প্রকৃত দেনমোহর। আর যদি জোর করে তিন লাখ লেখার সময় আপনার মনে কোনো অনুমান ছিল না, তাহলে মোহরে মিছিল তথা, স্ত্রীর অন্যান্য বোন বা দাদী ফুফুদের মোহরের মতো মোহর দিতে হবে। যা অনেকটা স্ত্রীর পারিবারিক স্ট্যাটাস বোঝায়। আর যদি স্ত্রী কোনোরূপ চাপ ছাড়াই মোহরানা ক্ষমা করে দেয়, তাহলে এতেও শরীয়তে কোনো বাধা নেই। এখন বিষয়টি আপনারা দু’জন ঠিক করে নিন।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন