বগুড়া শহরের চকলোকমানস্থ আর্ট কলেজে কিছু দুষকৃতকারি কলেজে প্রবেশকরে অফিসের তালা ভাংচুর করে অফিস কক্ষে প্রবেশ করে অফিসের কাগজপত্র ও অফিসে রক্ষিত ২০ হাজার টাকা লুট করে নিয়ে যাওয়ার আভিযোগ করেছেন বগুড়া আর্ট কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল উম্মে হাবিবা।
অভিযোগে বলা হয়েছে শহরের মালতি নগরের আলী আহসান মৃধা, হেলেনা খানমসহ ৫-৬ জন ব্যাক্তি শনিবার সকাল সকাল সাড়ে ৯ টায় বেআইনী ভাবে কলেজে প্রবেশ করে। তারা অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কলেজের জরুরী কাগজপত্র, শিক্ষকদের হাজিরা খাতা, আয়-ব্যয়েররেজিস্টার খাতা, রেজুলেশন খাতা, শিক্ষার্থীদের তথ্য খাতা ছিঁড়ে ফেলে।
তিনি আরো অভিযোগ করেন, বিষয়টি তার অফিসের কর্মচারির মাধ্যমে টেলিফোনে জানতে পারেন। তিনি কলেজে এলে তাকে অফিসের মধ্যে প্রবেশ করতে না দিয়ে ভয়ভীতি দেখানো হয়। বিষয়টি তিনি কলেজের গর্ভনিং বডির সভাপতি বগুড়া জেলা প্রাশসক মো. জিয়াউল হকসহ অন্যান্যদের অবহিত করেন। কলেজের সভাপতি জেলা প্রশাসক বিষয়টি শাজাহানপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন