শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

‘করোনায় ঝরে পড়া শিক্ষার্থীর হার এখনো নির্ণয় হয়নি’

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে : | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২১, ১২:০২ এএম

করোনা মহামারিতে ঠিক কত ভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ৯০ ভাগের বেশি শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা পাচ্ছি। তার মানে তারা ঝরে পড়েনি। এখনো অনেক বাবা-মা তাদের সন্তানদের স্কুলে পাঠানো নিয়ে ভয়ে আছেন। এর ফলে শিক্ষার্থীদের উপস্থিতির হার এখনো শতভাগ নয়। পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেলে শিক্ষার্থীদের উপস্থিতি আরো বৃদ্ধি পাবে।
দীপু মনি বলেন, আমরা এখনো ঠিক বলতে পারছি না ঠিক কত সংখ্যক ঝরে পড়েছে। তবে কিছু হয়তো ঝরে পড়েছে। যাদের একটু আর্থিক সমস্যা রয়েছে, তারা ছেলে-মেয়েদের কাজে লাগিয়ে দিয়েছেন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে হয়তো কারো কারো বাল্যবিয়ে হয়ে গেছে। যদিও বাল্যবিয়ে হওয়া উচিত ছিল না।
কমিউনিটি পুলিশিংয়ের বিষয়ে ডা. দীপু মনি বলেন, অনেক সময় প্রত্যন্ত এলাকায় ঘটে যাওয়া অনেক ঘটনায় তাৎক্ষণিক পুলিশের পক্ষে সমাধান দেয়া সম্ভব হয় না। এক্ষেত্রে কমিউনিটি পুলিশিংয়ের দায়িত্বপ্রাপ্তরা বিরাট ভূমিকা পালন করে আসছেন। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে কবি ও ছড়াকার ডা. পীযূষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মিলন মাহমুদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন চৌধুরী, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা আ.লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, কমিউনিটি পুলিশিং চাঁদপুরের সভাপতি ডা. এস এম সহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন