কৃষ্ণ (প্রভু দেবা) মুম্বাইয়ের একটি অফিসে সাধারণ একজিকিউটিভের কাজ করে। এখনও বিয়ে করেনি। তবে আশা খুব উঁচু। সহকর্মীদের কাছে সে গর্ব করে বলে একদিন মুম্বাইয়ের এক আধুনিক তরুণীকে বিয়ে করবে যে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারে। কিন্তু ভাগ্য তার এমনই মন্দ যে এক অনিবার্য পরিস্থিতিতে পড়ে তাকে গ্রামের মেয়েকে বিয়ে করতে হয়। প্রথমে সবার কাছ থেকে সে তার নতুন বউকে লুকিয়ে রাখার চেষ্টা করে। বিয়ে যেহেতু করেই ফেলেছে স্ত্রী দেবীকে (তামান্না) নিয়েই সে সংসার করা শুরু করার উদ্যোগ নেয়। প্রথমেই তারা একটি ভাড়া বাসায় ওঠে। এখানেও তার ভাগ্য খারাপ কারণ এই বাসাটিতে রয়েছে ভূতের আছর। আর সেই ভূত ভর করে তার নববধূর ওপর। কয়েকদিনের মধ্যে দেবী অদ্ভুত আচরণ করতে শুরু করে। এই ভূতটি অবশ্য তেমন মন্দ নয়। সে দেবীর ওপর ভর করেছে শুধু তার একটি অপূর্ণ আশা পূরণ করতে। এই আত্মার আশা ছিল সে নায়িকা হবে। আত্মার প্রভাবে দেবী কৃষ্ণকে জানায় তার জীবনের একমাত্র লক্ষ্য হল সুপারস্টার রাজের (সোনু সুদ) বিপরীতে নায়িকা হওয়া। নায়িকা হবার জন্য দেবীর এই চাপাচাপি ক্রমে বাড়তে থাকে। শেষ পর্যন্ত না পেরে সে স্ত্রীর ইচ্ছা পূরণে সচেষ্ট হয়। স্ত্রীর নতুন নাম হয় রুবি আর সে নিজে তার ম্যানেজারে পরিণত হয়। এরপর শুরু হয় পরিচয় নিয়ে মজার সব ভুল বোঝাবুঝির নাটকীয়তা। স্ত্রীর ওপর থেকে এই ভূতের প্রভাব কাটাবার জন্য কৃষ্ণ’র চেষ্টাই হল চলচ্চিত্রটির বাকি গল্প।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন