দক্ষ যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ১লা নভেম্বর সকালে উপজেলা হলরুমে ডিমলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় স্বপন (বিএসসি) এর সঞ্চালনায় সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ ইবনুল আবেদীন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, বাংলাদেশ আওয়ামীলীগের ডিমলা উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, স্থানীয় বিভিন্ন যুব সংগঠনের কর্মীবৃন্দ, সাংবাদিক ও সুধীজন। ডিমলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবীর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যুবক-যুবতীদের নিয়ে বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে এবং তাদেরকে ঋণ দিয়ে সাবলম্বী করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ আট জন যুবক-যুবতীদের মাঝে চল্লিশ হাজার টাকা করে তিন লক্ষ বিশ হাজার টাকার চেক প্রদান করা হয় এবং পাঁচজনের মাঝে সনদ পত্র প্রদান করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন