শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাসূল (সা.) মানবজাতির কল্যাণের জন্য পৃথিবীতে এসেছিলেন

পটিয়ায় সুন্নি কনফারেন্সে আল্লামা সাবির শাহ

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০২১, ১২:০৭ এএম

আওলাদে রাসূল (সা.) রাহমানুয়ে শরীয়ত ও ত্বরিকত পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ বলেছেন, রাসূল (সা.) মানবজাতির কলাণের আল্লাহ তাকে রহমত স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে ছিলেন। কোভিড-১৯ কে ছোট কেয়ামত আখ্যা দিয়ে হুজুর বলেন, এ সময় মানুষ মরে গেলে তার লাশ স্ত্রী-পুত্র কিংবা মহিলার ক্ষেত্রে স্বামী আত্মীয়স্বজন কেউ ধরেনি। লাশ রেখে অনেকে পালিয়ে গেছে। কেয়ামতের ময়দানে ভয়াবহ বিপদের সময় এভাবে কেউ কারো হবে না। এ মহা বিপদের সময় সে আদর্শের প্রকৃত অনুশীলন করেছে আমাদের গাউছিয়া কমিটি বাংলাদেশ। তারা করোনায় মৃত্যু ব্যক্তিদের দাফন-কাফনের ব্যবস্থা করে সাহসী উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি গতকাল সোমবার বিকেলে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গাউছিয়া কমিটি বাংলাদেশ পটিয়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে আয়োজিত তাজেদারে মদিনা সুন্নি কনফারেন্সের প্রধান মেহমানের বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

কনফারেন্স উদযাপন কমিটির আহবায়ক চেয়ারম্যান মাহবুবুল আলমের সভাপত্বিতে এতে বক্তব্য রাখেন আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি এম এ মহসিন। গাউছিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার ও মাহবুবুল হক খান। এতে প্রধান ওয়েজিন ছিলেন মুফতি আবদুল ওয়াজেদ আল কাদেরী, আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী, মওলানা হাফেজ আহম্মেদ আল কাদেরী মওলানা বকতিয়ার হামিদ আল-কাদেরী, পটিয়ার পৌর মেয়র আইয়ুব বাবুল, সাবেক মেয়র নুরুল ইসলাম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন