কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ৫ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচনে সৈয়দ রায়হান আহমেদ জয়ী হয়েছেন। বিপুল ভোটের ব্যবধানে জয়ী রায়হান মরহুম কাউন্সিলর পিতা সৈয়দ আবির আহমেদ ফটু’র চেয়ারে আসীন হলেন।
গতকাল মঙ্গলবার উৎসবমখর পরিবেশ ও আইন শৃঙ্খলাবাহিনীর কঠোর নজরদারির মধ্যদিয়ে কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণায় ট্রাক্টর প্রতীকে সৈয়দ রায়হান আহমেদ ৩ হাজার ২৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হোন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মিষ্টিকুমড়া প্রতীকের আনোয়ার হোসেন মিঠু পেয়েছেন ৭৪২ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বি ঘুড়ি প্রতীকের ইকবাল হোসেন ভূইয়া পেয়েছেন ২৩ ভোট।
এ নির্বাচনে অংশ নেয়া তিন প্রার্থীই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কর্মী। তবে এদের কাউকে দল থেকে সরাসরি সমর্থন দেয়া হয়নি। গত ৩১ আগস্ট অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন নগরীর ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আবির আহমেদ ফটু। শূন্যপদে এ ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন