শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় রেলের তেলবাহী দু’টি বগি লাইনচ্যুত

খুলনা ব্যুরো : | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

খুলনার খালিশপুর থানাধীন আলমনগর এলাকায় তেলবাহী ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে লাইনটি যাত্রীবাহী ট্রেনের না হওয়ায়, খুলনা থেকে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ব্যাহত হচ্ছে খুলনার রাষ্ট্রায়ত্ব তেল ডিপোগুলো থেকে তেল সরবরাহের কাজ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৫টার দিকে বিকট শব্দে বগিদুটি লাইনচ্যুত হয়। এ সময় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। লাইনের দু’পাশেই রয়েছে বস্তি। বিপুল সংখ্যক মানুষের বসবাস বস্তিগুলোতে। ঘটনাক্রমে বগি ছিটকে বস্তিতে আঘাত করলে কয়েকশ’ প্রাণহানি ঘটতে পারতো। তারা আরো বলেন, স্বাভাবিকের চেয়ে ট্রেনের গতি বেশি ছিল। তাই এ দূর্ঘটনা। খুলনার রাষ্ট্রায়ত্ব পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে তেল সরবরাহের কাজে এ লাইনটি ব্যবহৃত হয়। ইঞ্জিনের সাহায্যে বগিগুলো ডিপোতে তেল ভরার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। ডিপোগুলো থেকে তেল ভরে তা উত্তরবঙ্গে রেলপথে পাঠানো হয়।
খুলনা রেলস্টেশনের ম্যানেজার মানিক চন্দ্র সাহা ইনকিলাবকে জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা। মেইন লাইন না হওয়ায় যাত্রীবাহী ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। কী কারণে দূর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। রাত ১০টা নাগাদ লাইন ক্লিয়ার ও দূর্ঘটনাকবলিত বগি উদ্ধার করা সম্ভব হবে বলে তিনি জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন