শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মানের অভিযোগ

কেরানীগঞ্জ(ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০২১, ৬:৫৪ পিএম

ঢাকার কেরানীগঞ্জে কলমারচরে এলাকাবাসীর একমাত্র চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এতে ওই রাস্তায় দিয়ে চলাচলকারী ১০টি পরিবারের লোকজন চরম ভোগান্তিতে পড়েছে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পেিরবারের হারিছুর রহমান জানান, তারানগর ইউনিয়নের কলমারচর এলাকায় পিঠাচাকা মৌজায় তাদের পৈত্রিক ও ক্রয়সুত্রে কিছু জমি রয়েছে। এই জমি নিয়ে প্রতিবেশি মোঃ সিরাজুল ইসলাম ওরফে সুরুজ মিয়া গংদের সাথে তাদের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এই বিরোধের সুত্রধরে গত ১৭ অক্টোবর সুরুজ মিয়ার নেতৃত্বে ৭/৮জন তাদের বাড়িতে জোড়পূর্বক প্রবেশ করে একটি মুরগীর খামারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। পরে তারা তাদের একটি ফসলী জমিতে হামলা চালিয়ে অনেক মূল্যবান ফসল নষ্ট করে ফেলে। পরে তারা এলাকাবাসীদের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে সেখানে দেয়াল নির্মান করে।এই ঘটনায় তাদের বাধা দিতে গেলে তারা তাদের উপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে। চলাচলের রাস্তাটি বন্ধ হওয়ায় এখন ১০টি পরিবারের লোকজন চরম ভোগান্তিতে পড়েছে। এছাড়া মসজিদে যাতায়াতের একমাত্র রাস্তাটি বন্ধ হওয়ায় ধর্মপ্রান মুসল্লীগন ঠিকমত মসজিদে নামাজ আদায় করতে যেতে পারছেন না। এব্যাপারে মোঃ সিরাজুল ইসলাম সুরুজ জানান, তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। তিনি নিজের জমিতেই দেয়াল নির্মান করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন