বগুড়ার সোনাতলায় নির্বাচনোত্তর সহিংসতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লিটনসহ ৪ জন ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল সোনাতলা উপজেলা পরিষদ রোডের মাইক্রোবাস স্ট্যান্ডে এই মারামারির ঘটনা সংঘটিত হয়। এর আগে গত মঙ্গলবার পৌর নির্বাচনের দিন একটি ভোট কেন্দ্রে স্বতন্ত্র মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম আকন্দ নান্নু ও আওয়ামী লীগ মনোনিত প্রার্থী শাহিদুল বারী খান রব্বানীর দুই সমর্থকের মধ্যে কথা কাটাকাটি হয়। গতকাল দুপুরে ফের সোনাতলা রেল স্টেশন রোডে সেই দুই সমর্থকের দেখা হলে কথা কাটাকাটির সূত্রপাত হয়। একই সময় পার্শ্ববর্তী মাইক্রোবাস স্ট্যান্ডে চা পান করছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লিটনসহ স্থানীয় লোকজন।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমানে পুলিশ ফোর্স ও বিজিবির টহল থাকলেও আতঙ্ক বিরাজ করছে জনগণের মাঝে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সাথে মোবাইল ফোনে কথা বললে তিনি জানান, এ মুহূর্তে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন