গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় নিষিদ্ধ সময়ে মা ইলিশ মাছ ধরার অপরাধে ১৭ জেলেকে গতকাল রোববার দুপুরে বিভিন্ন মেয়াদে কারাদÐ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে শনিবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। দÐ প্রাপ্তরা হলেন পাবনা জেলার নজের সরদার, মোশাররফ হোসেন, আলামিন, মিলন মন্ডল, বিক্রম মন্ডল, সাদ্দাম শেখ, লোকমান সরদার, শাহিন মন্ডল, লিটন মন্ডল, আবেদ আলী, বাবর আলী, খালেক সরদার, গাজী শেখ, গোয়ালন্দের পলাশ জোয়াদ্দার, লোকমান শেখ, রতন শেখ। গোয়ালন্দ মৎস্য অফিসের সুপারভাইজার কৃষ্ণ পদ জানান, আটককৃতদের গোয়ালন্দের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুদ্দোজা শুভ’র ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত ১৫ জনকে ১ মাস করে ও অপর দুই জনকে ৭দিন করে কারাদÐ প্রদান করে। অভিযান পরিচালনা কালে ৬০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে আটককৃত মাছ আলজামিয়া নিজামিয়া কওমী মাদ্রাসা এতিমখানায় দেয়া হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন