শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গোয়ালন্দে মা ইলিশ ধরায় ১৭ জেলের কারাদন্ড

প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গোয়ালন্দ উপজেলা সংবাদদাতা : রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মায় নিষিদ্ধ সময়ে মা ইলিশ মাছ ধরার অপরাধে ১৭ জেলেকে গতকাল রোববার দুপুরে বিভিন্ন মেয়াদে কারাদÐ প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। এর আগে শনিবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩ হাজার মিটার জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। দÐ প্রাপ্তরা হলেন পাবনা জেলার নজের সরদার, মোশাররফ হোসেন, আলামিন, মিলন মন্ডল, বিক্রম মন্ডল, সাদ্দাম শেখ, লোকমান সরদার, শাহিন মন্ডল, লিটন মন্ডল, আবেদ আলী, বাবর আলী, খালেক সরদার, গাজী শেখ, গোয়ালন্দের পলাশ জোয়াদ্দার, লোকমান শেখ, রতন শেখ। গোয়ালন্দ মৎস্য অফিসের সুপারভাইজার কৃষ্ণ পদ জানান, আটককৃতদের গোয়ালন্দের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বদরুদ্দোজা শুভ’র ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত ১৫ জনকে ১ মাস করে ও অপর দুই জনকে ৭দিন করে কারাদÐ প্রদান করে। অভিযান পরিচালনা কালে ৬০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে আটককৃত মাছ আলজামিয়া নিজামিয়া কওমী মাদ্রাসা এতিমখানায় দেয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন