স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজের আলোচনা সভায় বক্তাগণ বলেছেন, কওমী মাদ্রাসা ও ইসলামবিরোধী শিক্ষানীতি-পাঠ্যসূচি ও শিক্ষা আইন দেশের স্বাধীন অস্তিত্বের বিরুদ্ধে পরাধীনতার অশুভ ইঙ্গিত। এ পদক্ষেপ দেশে মানুষরূপী পশু সৃষ্টির প্রক্রিয়াকে এগিয়ে নিবে। ভবিষ্যৎ প্রজন্ম আরো উগ্রবাদী, সমাজ বিরোধী ও দুর্নীতিপরায়ণ হয়ে উঠবে। পাঠ্যসূচি থেকে ইসলামী শিক্ষা ও মুসলিম সাংস্কৃতিক প্রবন্ধ, গল্প, কবিতা বিলোপ জাতিবিনাশী নাস্তিক্যবাদীদের ভয়াবহ চক্রান্ত। এর প্রতিরোধে সকল বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, পেশাজীবী ও দেশপ্রেমিক ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। আল্লামা আতহার আলী (রহঃ) মিলনায়তনে ছাত্রসমাজ আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুর রকিব এ্যাডভোকেট। ছাত্র সমাজের সভাপতি মুঃ ইলিয়াস আতহারীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জোটের মহাসচিব অধ্যাপক মাওঃ আবদুল করিম খান, যুগ্ম মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডাঃ মাওঃ মুঃ শওকত আমীন পীরসাহেব বি-বাড়ীয়া, মাওঃ মুঃ মুসাব্বির রহমান মোল্লা, মাওঃ কামরুজ্জামান রোকন, ছাত্র সমাজের সেক্রেটারি মুঃ রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, মুঃ নাসিম, মুজাহিদুল ইসলাম, ফজলে রাব্বী প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন