প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া আলোচিত কর্ণফুলী মাল্টিপারপাস কোণ্ডঅপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম জানান, গত বুধবার দুপুর ১টায় টাঙ্গাইল থেকে কর্ণফুলী মাল্টিপারপাস কোণ্ডঅপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেফতার করে র্যাব-৪ এর একটি টিম। এছাড়া কর্ণফুলী মাল্টিপারপাস সমিতির সম্পাদক লাকী আক্তারকেও গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র, মাদক, জাল টাকা, ২টি দামি গাড়ি জব্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন