স্টাফ রিপোর্টার : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষকদের (অবসরভাতা) পেনশন পরিশোধ না করায় পাঁচ সচিবসহ সংশ্লিষ্টদের নয়জনের বরাবর লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ। গতকাল (সোমবার) ডাকযোগে নোটিশটি পাঠানো হয় বলে জানিয়েছেন ওই্ আইনজীবী। নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা সচিবসহ নয়জনকে জবাব দিতে বলা হয়েছে। যথাসময়ে নোটিসের জবাব না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
নোটিশে বলা হয়, হাজার হাজার শিক্ষক অবসরে যাবার পরও তাদের অবসরভাতা পাচ্ছেন না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন