স্টাফ রিপোর্টার : অটিজম বিষয়ে দুই সপ্তাহব্যাপী উচ্চতর প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল কোরিয়ায় অবস্থান করছে।
গত সোমবার ন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি অন অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্ট ডিজ অর্ডারস বাংলাদেশের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে এ প্রতিনিধি দলটি কোরিয়া যায়।
সূচনা ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনসালটেন্ট নিউরোলজিস্ট ডা. মোজাহেরুল মান্নানের বরাত দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (কইকা)-এর আয়োজনে বাংলাদেশের জন্য বিশেষভাবে তৈরি ‘কমপিটেনসি ইনহেনসমেন্ট অব ডায়াগনসিস অ্যান্ড ট্রিটমেন্ট অব অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার (এএসডি) ফর চাইল্ড ইন কোরিয়া’। বহু বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচির (২০১৬ থেকে ২০১৮) অংশ হিসেবে এ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে বাংলাদেশ।
প্রতিনিধি দলে স্বাস্থ্য মন্ত্রণালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, সোসাইটি ফর ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন, সেন্টার ফর দ্য রিহ্যাভিলিটেশন অব দ্য প্যারালাইজড, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ও সূচনা ফাউন্ডেশনের চিকিৎসক, বিশেষ শিক্ষা প্রদানকারী শিক্ষক ও ডেভেলপমেন্ট ডিজঅর্ডার থেরাপিস্ট রয়েছেন। প্রশিক্ষণ কর্মসূচিটি কোরিয়া হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার (কেওএইচআই) এ অনুষ্ঠিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন