চট্টগ্রাম ব্যুরো : কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ভিজিল্যান্স কার্যক্রম অব্যাহত রয়েছে। গতকাল (সোমবার) নগরীর অক্সিজেন ও আসাদগঞ্জ এলাকায় সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কেজিডিসিএল’র ভিজিল্যান্স টিমের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উল্লেখিত এলাকায় হাজী মোঃ সেলিম ও বেগম মাজমা বেগমের বাসাবাড়িতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৪৬টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া গত রোববার চাকতাই এলাকায় অননুমোদিত সরঞ্জামে গ্যাস ব্যবহারের দায়ে মেসার্স জনতা ফ্রাইড রাইস বাণিজ্যিক প্রতিষ্ঠানে এবং আগ্রাবাদ এলাকায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করার কারণে ২৯টি আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে সরকারি পাওনা অর্থ আদায়সহ গ্যাস আইন ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হবে বলে কেজিডিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে। অভিযানকালে কেজিডিসিএল’র ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আবু জাহের, সহকারী ব্যবস্থাপক মোঃ জুলিয়াস এবং প্রকৌশলী মোঃ আলামগীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন