শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সান্তাহারের পত্রিকা বিক্রিতা আফজাল হোসেনের ইন্তেকাল

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

পত্রিকা নিয়ে বিক্রি করতে করতেই না ফেরার দেশে চলে গেলেন সান্তাহারের বিক্রেতা আফজাল হোসেন।
গতকাল রোববার সকাল সাড়ে ৯ টারদিকে সান্তাহার শহরের রেলগেটের ফলবাজার এলাকায় পত্রিকা বিক্রির সময় হঠাৎ করে রাস্তায় ঢলে পরেন এবং সেখানেই ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি----রাজুউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল(৭১) বছর।
সে নওগাঁর রানীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের মৃত কবেজ প্রামানিকের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন বন্ধু,বান্ধব রেখে গেছেন।
পিতা-মাতার সংসারের অভাব অনটনের কারণে পিতার সংসারে অর্থের যোগান দিতে ২০ বছর বয়স থেকে সান্তাহার জংশন স্টেশনে ও ট্রেনে ট্রেনে পত্রিকা বিক্রির পাশাপাশি সান্তাহার জংশন শহরের বিভিন্ন বাসাবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ৫০ বছর ধরে প্রতিদিন নিয়মিত পত্রিকা বিক্রি করে আসছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Mujahid ৮ নভেম্বর, ২০২১, ৬:৪৫ এএম says : 0
করোনা ভাইরাস থেকে এই ধরনের মৃত্যু ঘটছে। বাংলাদেশের মানুষ এটা বোঝে না।
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন