রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বাগেরহাট জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বাগেরহাটের ফকিরহাট কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে ফকিরহাট উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে বীজ ও সার তুলে দেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন কুমার দাশ। ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ফকিরহাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাছরুল মিল্লাত, ফকিরহাট কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুসরত জাহান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন সেন প্রমুখ।

বক্তারা বলেন, কৃষি খাতে সরকারের বিশেষ নজরদারীরর জন্য দেশে খাদ্য সঙ্কট দুর হয়েছে। বিদেশ থেকে ভোজ্য তেল আমদানি কমাতে সরকার নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছে। কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করায় ফকিরহাটে কৃষকরা এ ধরনের ফসল উৎপাদনে আরো উদ্বুদ্ধ হবেন। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৮ ইউনিয়নের ২৫০ জন কৃষকের মাঝে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, খেসারী বীজ এবং ডিএপি, এমওপি সার বিতরণ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন