মোংলা বন্দরের পশুর নদীর কানাইনগর এলাকা থেকে আবারো ২৭ লাখ টাকা মূল্যের চোরাই মালামাল জব্দ করেছে কোস্ট গার্ড। এগুলো নির্মাণাধীন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা বলে জানা গেছে। কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) কর্মকর্তা লে. কমান্ডার মো. হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার পশুর নদীর কানাইনগর এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড সদস্যরা। এ সময় অভিযানকারীরা ওই এলাকা থেকে ৪৮ পিস এসএস পাইপ জব্দ করেন। ৯টি ২০ ফুট ও ৩৯টি ১৮ ফুট লম্বা এ পাইপের মূল্য ২৭ লাখ ৭৪ হাজার ৫’শ টাকা। জব্দকৃত মালামাল মোংলা থানা পুলিশে হস্তান্তর করেছে কোস্ট গার্ড।
এর আগে গত রোববার একই এলাকা থেকে ৪০ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ২৩ টি এস এস পাইপ উদ্ধার করে কোস্ট গার্ড।
এই সকল মালামালও রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকা থেকে পাচার করে এনে কানাইনগর খালে রাখে চোরাকারবারীরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন