‘গেরিলা থেকে জননেতা’ এই প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে ‘ক্র্যাক প্লাটুন; কমান্ডার, ঢাকার সাবেক মেয়র, রাজনীতিবিদ সাদেক হোসেন খোকাকে স্মরণ করেছে তার সহকর্মী-সমর্থকরা। গতকাল সোমবার সকালে এক স্মরণ সভায় ভাবগম্ভীর পরিবেশে তার জীবনকর্মের ওপর তৈরি ‘গেরিলা থেকে জননেতা’ প্রামান্য তথ্য চিত্র প্রদর্শন করা হয়। পিনপতন নিরবতার মধ্যে একাত্তরের মুক্তিযুদ্ধের ঢাকায় ক্র্যাক প্ল্যাটুনের নানা দুর্ধষ গেরিলা অভিযানের আলোকচিত্র বড় পর্দায় প্রদর্শনের সময়ে অনেক অতীতে ফিরে গিয়েছিলেন। জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন’ এই স্মরণ সভার আয়োজন করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তার মতো একজন ব্যক্তি যিনি সারাটা জীবন জনগণের জন্য, মানুষের কল্যাণে কাজ করেছেন এবং দেশের স্বাধীনতার জন্যে মুক্তিযুদ্ধ করেছেন। সাদেক হোসেন খোকাকে প্রথমে চিনতে পারে মুক্তিযুদ্ধে তার অবদান দিয়ে। গেরিলা সাদেক হোসেন খোকা-এই নামে সবাই তাকে চিনে। ২০১৯ সালের ৪ নভেম্বর নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক হোসেন খোকা। পরে দেশে লাশ এনে তাকে জুরাইনে দাফন করা হয় এই বীর মুক্তিযোদ্ধাকে।
সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের সদস্য সৈয়দ সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, অধ্যাপক সাহিদা রফিক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান প্রমূখ নেতারা মরহুম নেতার জীবন কর্মের স্মৃতি তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শেষে সাদেক হোসেন খোকার বড় ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন