শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কেরানীগঞ্জে কবরস্থান দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদের পাশে গতকাল (সোমবার) সকালে কবরস্থান দখল করে মাকের্ট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কবরস্থান দখলের সঙ্গে কালিগঞ্জ মার্কেটের কেয়ারটেকার হারুন অর রশীদ ও শুভাঢ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোশারফ হোসেন জড়িত রয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। কালিগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদের মুতায়াল্লী হাজি আতাউর রহমান বলেন, আমি ১৫ দিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলাম। এই সুযোগে মসজিদের পাশে কবরস্থানটি দখল করে সেখানে মার্কেট করার জন্য ৭টি পিলার নির্মাণ করে। কালিগঞ্জ বাজার এলাকায় জমিরদাম বেশি হওয়াতে সেখানে মার্কেট তুলে পজিশন বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অপচেষ্টা চালাচ্ছে। কবরস্থান দখলের সঙ্গে শুভাঢ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন ও কালিগঞ্জ মার্কেটের কেয়ারটেকার হারুন-অর-রশীদ জড়িত রয়েছে। এক সপ্তাহের মধ্যে কাজ বন্ধ করা না হলে কবরস্থান দখলের প্রতিবাদে কালিগঞ্জ এলাকার লোকজন নিয়ে আন্দোলনে যাবো। কবরস্থান দখলের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরমক্ষোভ দেখা দিয়েছে। এর প্রতিবাদ করায় ৭ সদস্যবিশিষ্ট মসজিদ কমিটির বিরুদ্ধে আদালতে মামলা করেছে। এ ব্যাপারে শুভাঢ্যা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ হোসেন বলেন, কবরস্থানের উপর আমরা মার্কেট নির্মাণ শুরু করেছি। কিন্তু কবরের কোন ক্ষতি হবে না। মার্কেটের নিচে কবর থাকবে এতে দোষের কিছু নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন