স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের মামলায় কুমিল্লার দাউদকান্দির পাকিস্তান ফেরৎ অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শহিদুল্লাহর বিরুদ্ধে আগামী ৮ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল সোমবার রাষ্ট্রপক্ষের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন। ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর আবুল কালাম আজাদ। শহিদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট এম. মাসুদ রানা।
এর আগে গত ৩ আগস্ট ক্যাপ্টেন শহিদুল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গত ০২ আগস্ট ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানা জারির প্রেক্ষিতে রাত ১টার দিকে কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে দাউদকান্দি থানা পুলিশ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন