শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঢাকা দক্ষিণ আ‘লীগের সাধারণ সম্পাদকের মা রাহতন নেছার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদের মা রাহতন নেছার ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার Ÿাদ আসর এলিফ্যান্ট রোডে ঢাকা মেডিক্যাল স্টাফ কোয়াটার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে এ মৃত্যুবার্ষিকী পালিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলে এতিম-অসহায় ছিন্নমূল শিশু-কিশোরদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
এ সময় মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান, সহ-সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের খন্দকার এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আশরাফ তালুকদার, র্মোশেদ কামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আখতার হোসেন, দফতর সম্পাদক গোলাম রাব্বানী, ডা. নজরুল ইসলাম, সহ-দপ্তর সম্পাদক মো. মিরাজ হোসেন, জাহানারা বেগম রোজী, মারুফ আহমেদ মনসুর, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মসিউর রহমান সজলসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন থানা-ইউনিয়ন এবং ওয়ার্ড নেতৃবৃন্দ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন