যশোর ব্যুরো : যশোরের ঝিকরগাছা উপজেলায় দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকালে উপজেলার মঠবাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আলমগীর হোসেন এ উপজেলার শরিফপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
ঝিকরগাছা থানার ওসি মাসুদ করিম জানান, ভোরে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আলমগীরের লাশ দেখতে পায়। এসময় সেখান থেকে দেশি ওয়ান শুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত আলমগীর হোসেন পেশায় গাড়ি চালক। তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও জানান ওসি।।
এদিকে, ১৩ অক্টোবর সকালে গদখালির ইউনিয়ন পরিষদ সদস্য রাহাজ্জন হত্যকাণ্ডের পাঁচদিনের ব্যবধানে আলমগীর হত্যার ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। অনেকে এ দুই হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা বিশ্লেষণ করছেন। তবে এ ব্যাপারে পুলিশের বক্তব্য হলো- বিষয়টি তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন