শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

সততার সাথে আদর্শের রাজনীতি করে আসছি

গাসিক মেয়র জাহাঙ্গীর

গাজীপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

গাজীপুর সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, ছাত্রজীবন থেকে অদ্যবধি মানুষের জন্য সততার সাথে আদর্শের রাজনীতি করে আসছি। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, সমালোচনা করা সহজ, কিন্তু কাজ করা কঠিন। কাজ করলেই সমালোচনা করা শুরু হয়, এতে শুধু বদনাম ছাড়া আর কিছু হয় না। মিথ্যাচার ও অপপ্রচার করে কাউকে ছোট করবেন না, প্রয়োজন পড়লে সময় মত মুখ খুলব, তখন তা অনেকের জন্যে মঙ্গলজনক হবে না।
গাজীপুর প্রেসক্লাব আয়োজিত মরহুম সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭১তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মেয়র জাহাঙ্গীর আরো বলেন, আমি সততার সঙ্গে আদর্শের রাজনীতি করে আসছি। বঙ্গবন্ধুর আদর্শ, আমাদের আদর্শ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশ পরিচালনা করছেন। প্রেসক্লাব সভাপতি মো. মাজহারুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, আমজাদ হোসেন বাবুল, অ্যাডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ রানা এরশাদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, খায়রুল ইসলাম প্রমুখ।
এর আগে শহীদ আহসান উল্লাহ মাস্টারের গ্রামের বাড়ি গাজীপুর মহানগরের হায়দরাবাদে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সেখানে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ১৯৫০ সালের ৯ নভেম্বর গাজীপুরের হায়দরাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন আহসান উল্লাহ মাস্টার। ২০০৪ সালের ৭ মে টঙ্গীর নোয়াগাঁও এমএ মজিদ মিয়া উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় প্রকাশ্যে দিবালোকে এক দল সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন