শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মির্জাগঞ্জের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধিতায় আ’লীগ প্রার্থী নির্বাচিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২১, ৫:৫০ পিএম

 ৩য় ধাপে ইউপি নির্বাচনে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন পরিষদে (ইউপি) আ’লীগ এক চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় আজ বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

বিজয়ী প্রার্থীরা হলেন উপজেলার কাকড়াবুনিয়া ইউপির মো. মাহাবুব আলম স্বপন। অপরদিকে এই ইউনিয়নে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আ’লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শফিকুল ইসলাম শানু, সাবেক চেয়ারম্যান এ.কে.এম মোজাম্মেল হক ও মাজাহারুল ইসলাম রাজ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১১ নভেম্বরের আগেই শারীরিক অসুস্থতার কারেন গত ৬ নভেম্বর মনোনয়ন প্রত্যাহার করেন এ.কে.এম মোজাম্মেল হক, ৭ নভেম্বর মনোনয়ন প্রত্যাহার করেন মাজাহারুল ইসলাম রাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ শফিকুল ইসলাম শানু ৮ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার করেন। বর্তমান চেয়ারম্যান ও আ’লীগের সদস্য মোঃ জাহাঙ্গীর আলম দলীয় সিদ্ধান্ত মেনে মনোনয়ন ফরম প্রত্যাহার করেন ১১ নভেম্বর ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন জানান, তাঁকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষণা করা হলেও নির্বাচনী তফসিল অনুয়ায়ী ভোট শেষে অন্যদের সঙ্গে তাঁদের গেজেট প্রকাশ করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন