সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুষারপাতে জনজীবন বিপর্যস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ নভেম্বর, ২০২১, ১২:০৪ এএম

চীনের উত্তরপূর্বাঞ্চলে তুষারঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কয়েকটি অংশে রেকর্ড তুষারপাতে যানবাহন ও ট্রেন চলাচল বিঘ্নিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা নেমে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে বলে বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। লিয়াওনিং প্রদেশ যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে, মঙ্গলবার পর্যন্ত অধিকাংশ এক্সপ্রেসওয়ের টোল স্টেশন বন্ধ ছিল। দালিয়েন ও ড্যাংডং শহরেরগুলোর ছাড়া বাস, ট্রেনের সব স্টেশনও বন্ধ ছিল। রোববার শৈত্য প্রবাহ শুরু হওয়ার পর মঙ্গলবার চীনের উত্তরপূর্বাঞ্চলের কোনো কোনো এলাকায় তাপমাত্রা প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসের মতো হ্রাস পায়। লিয়াওনিং ও জিলিন প্রদেশের আবহাওয়া বিভাগ তুষারঝড়ের সর্বোচ্চ সতর্কতা রেড অ্যালার্ট জারি করেছে। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষগুলো কয়লা আমদানি বাড়িয়ে দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়তে কাজ চালিয়ে যাচ্ছে। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে ঘরবাড়ি উষ্ণ রাখার পদক্ষেপ নিয়েছে তারা। বসন্ত আসার আগে পুরো শীতকালজুড়ে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ‘টানটান ভারসাম্য’ বিরাজ করবে বলে রোববার সতর্ক করেছে চীনের রাষ্ট্রায়ত্ত গ্রিড কর্পোরেশন। মে থেকে উত্তরপূর্বাঞ্চলসহ চীনের বিশাল একটি এলাকা বিদ্যুৎ বিভ্রাটে ভুগছে। ঊর্ধ্বমুখি মূল্য ও টানটান কয়লা সরবরাহের কারণে বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন সীমিত হয়ে পড়েছে। লিয়াওনিং প্রদেশের তুষার কবলিত শানইয়াংয়ের কর্তৃপক্ষ কিছু সবজির সরবরাহ বাড়িয়ে বাজার ও মুদি দোকানগুলোকে সেগুলোর মূল্য কম রাখার আহ্বান জানিয়েছে। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন