শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য

টাক্্ মাথায় হবে চুল

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

যৌবনকে ধরে রাখতে মাথার চুলের ভূমিকা অনেকখানি। মাথায় ভরা চুল একজন পুরুষকে করে তোলে ব্যক্তিত্বসম্পন্ন। কিন্তু যৌবনে যখন চুল পড়ে গিয়ে মাথায় টাক্্ সৃষ্টি হয়, তখন সবাই অসহায় হয়ে পড়ে।
টাক্্ : টাক্্ বলতে মাথা বা শরীরের লোমশ যে কোনো অংশ হতে আংশিক বা ছড়ানো-ছিটানো চুল পড়ে যাওয়াকেই বোঝায়।
শ্রেণী বিভাগ :
১। স্কারিং ও নন্্-স্কারিং।
২। হেরেডিটারি ও নন্্ হেরেডিটারি।
৩। অটো-ইমিউন।
অথবা
১। এলোপেসিয়া এরিয়াটা।
২। এলোপেসিয়া টোটালিস।
৩। এলোপেসিয়া ইউনিভার্সালিস।
ল্যাব-পরীক্ষা :
১। মাইক্রোস্কপি
২। হরমোন এনালাইসিস
৩। রক্তের বিশেষ কিছু পরীক্ষা
আধুনিক চিকিৎসা
প্রচলিত চিকিৎসাগুলোর সাফল্য টপকিয়ে আধুনিক বৈজ্ঞানিক কসমেটিক চিকিৎসায় “স্টেম-সেলথেরাপি” ও টপিক্যাল মিনক্সিডিরে প্রচলন বর্তমানে টাক্্ চিকিৎসায় এক যুগান্তকারী সাফল্য এনেছে। যেন এক রেভ্যুলিউশন। এতে নেই কোনো পার্শ¦ক্রিয়া। তাই আর দেরি নয়। কারণ, বর্তমানে এ চিকিৎসাটির সাফল্য ও জনপ্রিয়তা একগাদা টাকা খরচ করে “হেয়ার ট্রান্সপ্লানটেশন”-এর চাহিদা অনেক অনেক কমিয়ে দিয়েছে।
ডা. একেএম মাহমুদুল হক খায়ের
ত্বক, যৌন, সেক্স ও অ্যালার্জি বিশেষজ্ঞ
এবং কসমেটিক সার্জন।
সিনিয়র কনসালটেন্ট,
বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, ঢাকা।
ফোন : ০১৭১৯২১৯৪২৯
০২৯৩৪২৮৭৬

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন