শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর পৌর শহরের ওষুধ ফার্মেসীতে অননুমোদিত ওষুধ বিক্রি ও ড্রাগ লাইসেন্স না থাকার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন ফার্মেসীর মালিককে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল (মঙ্গলবার) দুপুরে শ্রীপুর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। জানা যায়, শ্রীপুরের বিভিন্ন ওষুধের ফার্মেসীতে অননুমোদিত ওষুধ ও ড্রাগ লাইসেন্স না থাকার অপরাধে শ্রীপুর রেলগেইট সংলগ্ন প্রত্যাশা ফার্মেসীর মালিক নুরুজ্জামানকে ১০ হাজার, আহাদুল ইসলামকে ১০ হাজার ও নাজমুল হককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আউয়াল ও গাজীপুর জেলা ওষুধ প্রশাসক ফজলুল হক উপস্থিত ছিলেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে বিভিন্ন ফার্মেসী থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ ভেজাল ও নিম্নমানের নকল ওষুধ ধ্বংস করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন