শুক্রবার, ২৪ মে ২০২৪, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

নওয়াপাড়ায় সকল প্রকার লোড-আনলোড বন্ধ

অভয়নগর (যশোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ৫:১৭ পিএম | আপডেট : ৫:৫৯ পিএম, ১৩ নভেম্বর, ২০২১

যশোরের অভয়নগরে নওয়াপাড়া নদী বন্দরে শুক্রবার রাত ১২টা থেকে অনির্দিষ্ট কালের জন্য নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে। গতকাল শনিবার বিভিন্নঘাটে গিয়ে দেখা যায় কর্মবিরতির কারনে এ বন্দরে সকল প্রকার লোড-আনলোড বদ্ধ রয়েছে।

সম্প্রতি নৌযান শ্রমিকদের উপর হামলা-নির্যাতন, নওয়াপাড়ার লবণ ঘাটে এমভি সাইফুল্লাহ আফ্রিন জাহাজের তিন স্টাফকে কুপিয়ে জখম, ঘাট মালিক কর্তৃক হয়রানির শিকার সহ বিভিন্ন দাবিতে নৌযান শ্রমিকরা এই কর্মবিরতি পালন করেন। কর্মবিরতির সমর্থনে গত শনিবার বিকালে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া শাখার আয়োজনে নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন নৌযান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া শাখার কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, নৌযান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া শাখার সভাপতি মো. ইমরান মাস্টার। এসময় বক্তব্য রাখেন, উপদেষ্টা শাহ্ মারুফ আহমেদ, নৌযান শ্রমিক নেতা আজিজ মাস্টার, ইমরুল ড্রাইভার, নাজমুল হোসেন, সোহরাব মাস্টার, বাদল মাস্টার, সিরাজ ড্রাইভার, এজাজুল ড্রাইভার, আহাদ মাস্টার, কবীর ড্রাইভার, উজ্জ্বল মাস্টার প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নওয়াপাড়া বাজারসহ যশোর-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় বক্তারা বলেন, তাদের ঘোষিত দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। এছাড়া বন্দর এলাকায় অনিয়ম ও নৌযান শ্রমিকদের উপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। কর্মবিরতির বিষয়ে নওয়াপাড়া সার ও খাদ্যশষ্য ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক শাহ জালাল হোসেনের সাথে কথা বললে তিনি জানান, চাষের এই ভরা মৌসুমে কর্মবিরতির কারনে সার সরবরাহ বন্ধ থাকায় কৃষকরা মারাক্তক ভাবে ক্ষতিগ্রস্থ হবে। অন্যদিকে ব্যবসা-বাণিজ্য মুখ থুবড়ে পড়েছে।তিনি জানান ,আজ খুলনায় মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে বৈঠক হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন