বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

সিটি বন্ডের মাধ্যমে দেশে ব্যাপকভাবে বিনিয়োগ করুন আমিরাতে

কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির সংবর্ধনায় ঢাকা উত্তর সিটি মেয়র

আরব আমিরাত থেকে ছালাহউদ্দিন | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২১, ৬:১৮ পিএম

আমিরাতে গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির আয়োজিত অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরসহ অতিথি ও নেতৃবৃন্দ -ইনকিলাব


সিটি বন্ডের মাধ্যমে দেশে ব্যাপকভাবে বিনিয়োগ করার আহবান জানিয়ে প্রবাসীদের উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেছেন, ঢাকা সিটি কর্পোরেশন প্রবাসীদের জন্য সিটি বন্ড চালু করতে যাচ্ছে। যা মনিটরিং করবে সিকিউরিটি এক্সচেঞ্জ।

তিনি বলেন, ২০৩৫ সালের মধ্যে বিশ্বের উল্লেখযোগ্য সিটি কর্পোরেশনের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, ২০৪১ সালকে টার্গেট করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে বলে দিয়েছেন যেভাবেই হোক এ সময়ের মধ্যে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে পৌঁছাতে হবে।

গত বৃহস্পতিবার রাতে দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলের হলরুমে গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি ইউএই’র উদ্যোগে আয়োজিত তাকে দেয়া সংবর্ধনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটি ইউএই’র সভাপতি মোহাম্মদ মাহাবুব আলম মানিক সিআইপির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।

বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসাইন, বাংলাদেশ সমিতি সারজাহ’র সভাপতি এমএ বাশার, এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা শাহ মোহাম্মদ মাকসুদ, উপদেষ্টা আবুল কালাম সিআইপি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নওশের আলী, আইয়ুব আলী বাবুল, হাজী আবদুল করিম সিআইপি, শেখ ফরিদ আহমেদ সিআইপি, অধ্যাপক আবদুস সবুর, ইসমাইল গণি চৌধুরী, প্রকৌশলী শহিদুল ইসলাম, আবদুল আলিম, মোহাম্মদ রাজা মল্লিক, সাইফুদ্দিন আহমেদ, কাজী মোহাম্মদ আলী, এসএম শফিকুল ইসলাম শফি, সাফায়েত উল্লাহ, শিমুল মোস্তাফা সিআইপি, জাকির হোসেন, হাজী শফিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম রুপুসহ আরো অনেকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন