তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের বাড়ির ছবি তোলার পর গুপ্তচরবৃত্তির অভিযোগে এক ইসরায়েলি দম্পতি ও এক তুরস্কের নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার ইস্তাম্বুলের কামলিকা টাওয়ার থেকে তারা ছবি তোলেন। টাওয়ারের রেস্টুরেন্ট সেকশনের এক কর্মচারী ওই ইসরায়েলিদের ছবি তুলতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ হাজির হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিয়ে যাওয়া হয়। -টুর্কি পার্জ
কারাগারে নেওয়ার আগে আটকদের জিজ্ঞাসাবাদ করেন ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটর অফিসের কর্মকর্তারা। কর্তৃপক্ষ জানান, তিন সন্দেহভাজনের বিরুদ্ধে রাজনৈতিক ও সামরিক গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। সাম্প্রতিক সময়ে বিদেশি গুপ্তচর আটক নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে তুরস্কে। অক্টোবরের তৃতীয় সপ্তাহে বেশ কয়েকজন ব্যক্তিকে গ্রেফতার করে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা। তাদের বিরুদ্ধে অন্য দেশের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়। বিস্তৃত এ অভিযানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অপরাধে কমপক্ষে ১৫ ব্যক্তি আটক হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন