বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

কর্পোরেট

ডিএসই পরিদর্শন

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : ডিএসই পরিদর্শন করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) তিন সদস্যের একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলে ছিলেন এডিবির প্রাইভেট সেক্টর ফিন্যানশিয়াল ইনস্টিটিউশন ও প্রাইভেট সেক্টর অপারেশনস ডিপার্টমেন্টের মিশন প্রধান মিস ক্রিস্টিন ইংস্ট্রম, সিনিয়র ইনভেস্টমেন্ট স্পেশালিস্ট আসিফ চিমা ও ফিন্যানশিয়াল সেক্টরের সিনিয়র প্রজেক্ট অফিসার ও বাংলাদেশ রেসিডেন্ট মিশনের পক্ষে বিদ্যুৎ কুমার সাহা। প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান বলেন, ডিমিউচ্যুয়ালাইজেশন-পরবর্তী তালিকাভুক্তির ভবিষ্যৎ পরিকল্পনা ও নির্দিষ্ট সময়ের মধ্যে কৌশলগত বিনিয়োগকারীর সঙ্গে চুক্তিবদ্ধ হতে কাজ চলছে। বিনিয়োগকারীদের সুবিধার্থে অত্যাধুনিক ট্রেডিং সফটওয়্যার চালু করা হয়েছে। এ সময় তিনি ডিএসইর উন্নয়নে নেয়া নানা উন্নয়নের কথা তুলে ধরেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন