বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী বলেছেন, বিশ্ব বাজারে তেল ও গ্যাসের দাম কমছে। সুতরাং আমাদের দেশেও জ্বালানি তেল ও গ্যাসের দাম কমাতে হবে। তিনি কারাবন্দী আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আগামী ১৬ নভেম্বর বৃহস্পতিবার নফল রোজা ও ১৭ নভেম্বর শুক্রবার বাদ জুমা দেশব্যাপী দোয়া দিবস পালনের জন্য দেশবাসী ও সংগঠনের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি আরও বলেন, অহরহ সীমান্তে বিএসএফ বাংলাদেশী মানুষদের হত্যা করছে ও সীমান্তবর্তী লোকদের হয়রানি করা হচ্ছে। হত্যা ও হয়রানি বন্ধে সরকারকে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে। তিনি গতকাল সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের মাসিক নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
পুরানা পল্টনস্থ দারুল খিলাফাহ মিলনায়তনে সংগঠনের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা আব্দুল আজিজের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মাহবুবুল হক, মাওলানা শরীফ হোসাইন, মাওলানা নিয়ামতুল্লাহ, মাওলানা ফজলুর রহমান, মাওলানা হারুনুর রশীদ ভূইয়া, মাওলানা জহিরুল ইসলাম, মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা আনোয়ার আলী, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা সাব্বির আহমদ উসমানী।
মাওলানা রেজাউল করিম জালালী বলেন, ধর্ষণ সম্মতিতে হোক বা অসম্মতিতে হোক ইসলাম তা সমর্থন করে না। সুতরাং সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে ধর্ষণ সম্মতিতে হলে তাকে খারিজ করা হয় আর অসম্মতিতে হলে খারিজ করা হয় না, এ সিদ্ধান্ত পশ্চিমা বিশ্বের জন্য আমাদের জন্য নয়। তিনি বলেন, চাল ডাল তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের দাম বাড়ায় মানুষ মহাকষ্টে দিনাতিপাত করছে। তিনি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর জন্য সরকারের প্রতি আহবান জানান। সভায় সংগঠনের যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাতা মাওলানা তহুরুল হকের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন