শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

টাঙ্গাইলে আল্লাহর দলের প্রধানসহ ১৬ জনের কারাদন্ড

প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

টাঙ্গাইল জেলা সংবাদদাতা : টাঙ্গাইলে জঙ্গি সংগঠন আল্লাহর দলের প্রধান মতিন মেহেদীসহ ১৬ জনের তিন বছরের কারাদÐ হয়েছে। গতকাল মঙ্গলবার টাঙ্গাইলের ১ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ আদেশ দেন। আদেশে প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো তিন মাস করে কারাদÐের কথা বলা হয়েছে।
দÐপ্রাপ্ত অন্যরা হলেন, টাঙ্গাইলের রফিকুল ইসলাম, আব্দুল আজিজ ওরফে আলা মিয়া, বুলবুল, দেলোয়ার, লিটন, চান্দু, আব্দুল খালেক, মাইন, আলাল উদ্দিন, মদন ব্যাপারী ও মুন্না, গাইবান্ধার শাহ মোঃ ফেরদৌস, কাজল, নীলফামারীর আবু সাইদ এবং রংপুরের রেজমুল আলম। মামলার বিবরণে জানা যায়, দÐপ্রাপ্তরা টাঙ্গাইল শহরের পূর্ব আদালত পাড়ার রুবী চৌধুরীর দোতলা বাসার নিচতলা ভাড়া নিয়ে জঙ্গি সংগঠন আল্লাহ দলের কার্যক্রম চালাচ্ছিলেন। গোপন সংবাদের খবর পেয়ে ২০০৭ সালের ১৪ এপ্রিল রাতে টাঙ্গাইল সদর থানার পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এসময় তাদের গ্রেফতার করে এবং বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করে। পরদিন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বাদী হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২০(১১)/২৫-ডি ধারায় টাঙ্গাইল সদর থানার মামলা দায়ের করেন। রায় ঘোষণার সময় দÐপ্রাপ্ত ১৬ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তাদের টাঙ্গাইল জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন