বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

গাছ ভেঙে পড়ায় নগর ভবনের সামনের রাস্তা বন্ধ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২১, ১১:২০ পিএম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (নগর ভবন) সামনের সড়কে একটি গাছ ভেঙে যান চলাচল বন্ধ রয়েছে। বিশাল আকৃতির গাছটির ভেঙে পড়া অংশ রাস্তা থেকে অপসারণ করতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। রবিবার (১৪ নভেম্বর) রাতে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ রাত ৮টা ৫ মিনিটের দিকে নগর ভবনের সামনের রাস্তায় বিশাল আকৃতির একটি গাছ ভেঙে পড়ে। খবর পাওয়ার পর রাত ৮টা ১০ মিনিটে আমরা গাছটি অপসারণের কাজ শুরু করি। ঘটনাস্থলে আমাদের ৫টি ইউনিট কাজ করছে। রাত ৯টা ৫৬ মিনিট পর্যন্ত গাছ অপসারণের কাজ চলমান রয়েছে বলে জানান তিনি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃষ্টির কারণে গাছের নিচের দিকে মাটি নরম হওয়ায় ভেঙে পড়ে। তবে এ ঘটনায় আমরা কোনো হতাহতের খবর পাইনি, বলেন রাশেদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন