মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উচ্চশিক্ষায় সেরা পছন্দ আমেরিকাই

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০২১, ১:৪৭ পিএম

উচ্চশিক্ষার ক্ষেত্রে সারা বিশ্বের কাছে পছন্দের তালিকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছে আমেরিকা। সম্প্রতি এক রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। সেখানে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালে কমপক্ষে ৯,১৪,০০০ জন ছাত্রছাত্রী সে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্থান পেয়েছেন। উল্লেখ্য, এই ছাত্রছাত্রীরা বিশ্বের নানা প্রান্ত থেকে এসেছেন। গুনতে গেলে যা দু’শো ছাড়িয়ে যাবে! তবে এই ‘বিদেশি পড়ুয়াদের’ মধ্যে ২০ শতাংশই ভারতীয়। রিপোর্ট বলছে, শুধুমাত্র ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভারত থেকে মোট এক লক্ষ ৬৭ হাজার ৫৮২ জন পড়ুয়া পাড়ি দিয়েছেন আমেরিকায়।

‘ওপেন ডোর্স’ নামে ওই রিপোর্টটিতে আরও বলা হয়েছে, গত বছর অতিমারির সময়েও আমেরিকার প্রশাসন ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে থেকে পড়াশোনা চালানোর সুযোগ দিয়েছে। সঙ্গে পাল্লা দিয়ে চলেছে অনলাইন পড়াশোনাও। শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পড়ার ক্ষেত্রে বিশেষ ভাবে মানা হয়েছে কোভিড বিধি। মোট কথা, কোনও ভাবেই শিক্ষাপ্রদান ব্যাহত হয়নি দেশের বাইরে থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের। রিপোর্টির দাবি, অতিমারি উপেক্ষা করেই অন্যান্য বছরের তুলনায় এ বছর শিক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। অর্থাৎ, শিক্ষাক্ষেত্রে যে আমেরিকার গুরুত্ব একটুও কমেনি তা এর থেকেই স্পষ্ট।

ভারতের আমেরিকান দূতাবাসে নিযুক্ত কাউন্সেলর ফর কালচারাল অ্যান্ড এডুকেশনাল অ্যাফেয়ার্স, অ্যান্টনি মিরান্ডা জানিয়েছেন, ‘‘ভারতীয় পড়ুয়াদের আমরা আলাদা কদর দিই, কারণ অধিকাংশ ক্ষেত্রেই তাঁরা আমেরিকান ছাত্রছাত্রীদের সঙ্গে সারা জীবনের সম্পর্ক পালন করেন বলে দেখা গিয়েছে, যা কি না আন্তর্জাতিক পর্যায় সম্পর্ক বৃদ্ধির বিষয়ে বিশেষ ভূমিকা পালন করে। আমেরিকার ক্ষেত্রে এটি গৌরবজনক।’ আনন্দবাজার

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন