কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : কুষ্টিয়ায় সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিনুর রহমান টিপুর (৫৫) রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমিনুর রহমান টিপু জিয়ারখী ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা।
নিহতের ভাই কহিনুর জানান, আমিনুর রহমান মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন। হাউজিং কদমতলা এলাকায় একটি বাড়ির সামনে গেলে কে বা কারা মোবাইলে ফোন করে তাকে ডেকে নেয়। এরপর হঠাৎ গভীর রাতে অসুস্থ অবস্থায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানতে পারি। কে বা কারা তাকে হাসপাতালে এনেছে কেউ জানে না। তার মোটরসাইকেলটিও পাওয়া যায়নি। চিকিৎসার এক পর্যায়ে ডাক্তার তাকে রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন