বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে নির্বাচনী আচরণবিধি ভেঙে ভূরিভোজের আয়োজন করায় তা পণ্ড করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় রান্না করা পাঁচ পাত্র খিচুড়ি এতিমখানায় বিতরণ করা হয়।
মঙ্গলবার (১৬ নভেম্বর) রাত ১১টার দিকে ওই ইউনিয়নের রামপট্টি এলাকায় এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে আনারস প্রতীকের প্রার্থী সরোয়ার মাহমুদ ভূরিভোজের আয়োজন করে। এ সংবাদ পেয়ে আমরা সেখানে গিয়ে দেখতে পাই ভোজের জন্য খিচুড়ি রান্না করা হয়েছে। পরে সেই খিচুড়ি জব্দ করে ৫ পাত্র খিচুড়ি ৪টি এতিমখানায় বিতরণ করা হয়। রাতে কমপক্ষে এক হাজার মানুষের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল।
উল্লেখ্য, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন