শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাটখিলে গ্রেফতার ৬

চাটখিল (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২১, ১২:০২ এএম

নোয়াখালী জেলার চাটখিল থানা পুলিশ গত সোমবার ও মঙ্গলবার উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ ৬জনকে গ্রেফতার করেছে। এসময় পুলিশ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৫৫গ্রাম গাঁজা ও ৫০পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করে। থানা সূত্রে জানা যায়, পুলিশ অভিযান চালিয়ে আদালত কর্তৃক ৫বছরের সাজা প্রাপ্ত আসামী উপজেলার কেশুরবাগ গ্রামের আবদুর রব খানের ছেলে সেলিম খান, নারী নির্যাতন ও যৌতুক মামলার আসামী অমরপুর গ্রামের মমিন উল্যাহর ছেলে শামিম, নারায়নপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে আলাউদ্দিন, বাবু পরকোট গ্রামের মহি উদ্দিনের ছেলে মাদক ব্যবসায়ী মো. সেলিম কে গ্রেফতার করে। এছাড়া দোকান চুরির অভিযোগে নোয়াখলা গ্রামের মনির হোসেনের ছেলে মো. বিপ্লব ও কুমিল্লার মুরাদনগরের কয়েপাথর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. লিটনকে স্থানীয় জনতা নোয়াখলা গ্রাম থেকে আটক করে পুলিশে সোর্পদ করেন। চাটখিল থানার ওসি মো. আবুল খায়ের জানান, গ্রেফতারকৃত ৬জনকে গত মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন