কচুয়া উপজেলা সংবাদদাতা : কচুয়ায় গাছ থেকে পড়ে দুদ মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গত মঙ্গলবার উপজেলার পূর্ব সহদেবপুর ইউনিয়নের আশারকোটা গ্রামে এ ঘটে। সে ইউনিয়ন যুবলীগ নেতা কাশেমের বাবা।
জানা গেছে, মঙ্গলবার সকালে দুদ মিয়া বাড়ির আঙ্গিনায় কড়ই গাছে গাছ ছাঁটাই করার উদ্দেশ্যে গাছে উঠলে আচমকা গাছ থেকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় দুদু মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে মঙ্গলবার রাত ৯টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন বুধবার আসর নামাজ ও জানাযা শেষে আশারকোটা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তাঁর ইন্তেকালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইমাম হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন