শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাজধানীতে পিস্তলসহ ২ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

রাজধানীর ডেমরায় পিস্তল, গুলি ও সুইচ গিয়ার চাকুসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার রাতে ডেমরার নড়াইবাগ আদর্শ শিক্ষা বাগান স্কুলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জের ব্রহ্মণগাঁও গ্রামের মো. কবির হোসেনের ছেলে হাসিবুল হোসেন শান্ত ও পটুয়াখালীর গলাচিপা থানার চিকনিকান্দি গ্রামের তৈয়ব শিকদারের ছেলে মো. মশিউর শিকদার। বৃহস্পতিবার রাতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলার পর শুক্রবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, পুলিশ চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধের জন্য সংকেত দেয়। এ সময় তারা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও চাকু উদ্ধার করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন