খুলনা ব্যুরো : খুলনা মহানগরীর লবণচরা এলাকায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র না থাকায় গতকাল (বুধবার) দুপুরে দু’টি অবৈধ পলিথিন কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদফতরের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহানের নেতৃত্বে পরিচালনায় এ অভিযানে কারখানা দু’টিকে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন।
সূত্রে জানা গেছে, লবণচরা এলাকার তুষারের মালিকানাধীন রূহিনী এন্টারপ্রাইজ পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়াই পলিথিন উৎপাদন করে আসছিলো। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে বেশ কিছু পলিথিন জব্দ করা হয়। একই সঙ্গে কারখানার মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে পার্শ্ববর্তী ফাস্টট্রেড নামে আরও কারখানায় অভিযান শেষে মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন